সরকারি ও তালিকাভূক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারীর নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতিবছর একবার সাধারণ চিকিৎসা অনুদান হিসেবে সর্বোচ্চ টা: ৪০,০০০/- প্রদান করা হয়। কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন।। ২টি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন শুধুমাত্র প্রধান কার্যালয়ে পাইলটিং আকারে শুরু করা হয়েছে।
সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েব সাইট www.bkkb.gov.bd এর অভ্যন্তরীণ ই-সেবাসমূহ থেকে “সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন সেবা” লিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারের এড্রেস বারে www.eservice.bkkb.gov.bd/general/ লিঙ্কে প্রবেশ করে সাধারণ চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন করা যাবে।
যে সকল কারনে আবেদনের অনুকুলে সাহায্য মঞ্জুরি স্থগিত রাখা হয়:
এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে কল্যাণ তথ্য ও সেবা কেন্দ্রে টেলিফোন করে জানতে পারবেন।
মোবাইলঃ ০১৭২৭৮০৪০০৬