জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের আবেদনসমূহ প্রাপ্তির সাথে সাথেই সফটওয়্যারে এন্ট্রির মাধ্যমে তালিকাভূক্ত করা হয় এবং BKKB এর পক্ষ থেকে আবেদনকারীর মোবাইলে SMS র মাধ্যমে ডিজিটাল ডায়েরী নম্বর ও তারিখ জানিয়ে দেয়া হয়। আবেদনসমূহ ২টি কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে চুড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
এমতাবস্থায় জেনে নিন আপনার আবেদন কি অবস্থায় আছে;
নিষ্পত্তিকৃত | চলমান |
২০২৩
২০২২
২০২১
|
পরবর্তী সভার তালিকা তৈরির কাজ চলছে। |
এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে কল্যাণ তথ্য ও সেবা কেন্দ্রে টেলিফোন করে জানতে পারবেন।
মোবাইলঃ ০১৭২৭৮০৪০০৬