Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ নভেম্বর ২০২৪

সাধারণ চিকিৎসা অনুদান আবেদনের ফলাফল

 

সাধারণ চিকিৎসা অনুদান আবেদনসমূহ পাওয়ার সাথে সাথেই সফটওয়্যারে এন্ট্রির মাধ্যমে তালিকাভূক্ত করা হয় এবং BKKB এর পক্ষ থেকে আবেদনকারীর মোবাইলে SMS এর মাধ্যমে ডিজিটাল ডায়েরী নম্বর ও তারিখ জানিয়ে দেয়া হয়। ২টি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

 

  • প্রথমত পরিচালক(প্রশাসন), বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘বাছাই কমিটি ’’ কর্তৃক আবেদনসমূহ যাচাই বাছাই করে প্রাথমিকভাবে অর্থ সুপারিশ করা হয়।
  • দ্বিতীয়ত মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘উপ কমিটি’’ কর্তৃক আবেদনসমূহ পুনরায় যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।

এমতাবস্থায় জেনে নিন আপনার আবেদন কি অবস্থায় আছে;

নিস্পত্তিকৃত

চলমান

২০২৪

 

  • উপ-কমিটির ১১/২০২৪ নম্বর সভা ১৭ নভেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৯৫৬টি আবেদন (আপত্তির জবাবপ্রাপ্ত ২৯টিসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর  6809    , তারিখ: ০১/১০/২০২৪ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর  7786 , তারিখ: ৩১/১০/২০২৪ পর্যন্ত।
  • উপ-কমিটির ০৯/২০২৪ নম্বর সভা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৬২৯টি আবেদন (আপত্তির জবাবপ্রাপ্ত ২৭টিসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৫৩১১, তারিখ: ০১/০৮/২০২৪ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর ৫৯৫৪, তারিখ: ২৯/০৭/২০২৪ পর্যন্ত।
  • উপ-কমিটির ০৮/২০২৪ নম্বর সভা ২০ আগস্ট, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৫৩২টি আবেদন (আপত্তির জবাবপ্রাপ্ত ২৪টিসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৪৭৩৭, তারিখ: ০১/০৭/২০২৪ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর ৫৩০৯, তারিখ: ৩১/০৭/২০২৪ পর্যন্ত।
  • উপ-কমিটির ০৮/২০২৪ নম্বর সভা ২০ আগস্ট, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৫৩২টি আবেদন (আপত্তির জবাবপ্রাপ্ত ২৪টিসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৪৭৩৭, তারিখ: ০১/০৭/২০২৪ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর
 
  • উপ-কমিটির ০৬/২০২৪ নম্বর সভা ১৩ জুন, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৯০২টি আবেদন (আপত্তির জবাবপ্রাপ্ত ২৫টিসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৩২০৩, তারিখ: ০৬/০৫/২০২৪ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর ৪১৩৩, তারিখ: ৩০/০৫/২০২৪ পর্যন্ত।
 
 উপ-কমিটির ০৫/২০২৪ নম্বর সভা ১৬ মে, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৫৩৩টি আবেদন (আপত্তির জবাবপ্রাপ্ত ২১টিসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ২৬৪৫, তারিখ: ০১/০২/২০২৪ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর ৩২০২, তারিখ: ৩০/০৪/২০২৪ পর্যন্ত।
উপ-কমিটির (সভা নং : ০৪/২০২৪) ২৩ এপ্রিল, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৮২৩টি আবেদন (আপত্তির জবাবপ্রাপ্ত ২১টিসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ১৮০১, তারিখ: ০৩/০৩/২০২৪ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর ২৬৪৪, তারিখ: ৩১/০৩/২০২৪ পর্যন্ত।
 
উপ-কমিটির (সভা নং : ০৩/২০২৪) ১৮ মার্চ, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৮১৩টি আবেদন (আপত্তির জবাবপ্রাপ্ত ৩৩টিসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৯৯৮, তারিখ: ০৫/০২/২০২৪ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর ১৮০০, তারিখ: ২৯/০২/২
 
  • উপ-কমিটির (সভা নং : ০২/২০২৪) ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৯৯০টি আবেদন (আপত্তির জবাবপ্রাপ্ত ২৫টিসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ১, তারিখ: ০১/০১/২০২৪ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর ৯৯৭, তারিখ: ৩১/০১/২০২৪ পর্যন্ত।
  • উপ-কমিটির (সভা নং : ০১/২০২৪) ১৭ জানুয়ারি, ২০২৪ তারিখ অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ১০২৯টি আবেদন (আপত্তির জবাবসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৭৮১৩, তারিখ: ০৪/১২/২০২৩ থেকে ডিজিটাল ডায়েরি নম্বর ৮৮৬২, তারিখ: ৩১/১২/২০২৩ পর্যন্ত।
 

২০২৩

  • উপ-কমিটির ১১তম সভা ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখ অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৯০৫টি আবেদন (আপত্তির জবাবসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৬৯১৯ তারিখ: ০২/১১/২০২৩ থেকে ৭৮১২ তারিখ: ৩০/১১/২০২৩।
  •  উপ-কমিটির ১০ম সভা ১৬ নভেম্বর ২০২৩ তারিখ অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৭৪০টি আবেদন (আপত্তির জবাবসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৬১৭২ তারিখ: ০২/১০/২০২৩ থেকে ৬৯১৮ তারিখ: ৩১/১০/২০২৩।
  • উপ-কমিটির ৯ম সভা ১৬ অক্টোবর ২০২৩ তারিখ অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৬৮৪টি আবেদন (আপত্তির জবাবসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৫৪৫৫ তারিখ: ০৫/০৯/২০২৩ থেকে ৬১৭০ তারিখ: ২৭/০৯/২০২৩।
  • সাধারণ চিকিৎসা অনুদানের উপ-কমিটির ৮ম সভা ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ অনুষ্ঠিত হয়। উপকমিটির সভায় ৭৫৭টি আবেদন (আপত্তির জবাবসহ) অনুমোদিত হয়েছে। ডিজিটাল ডায়েরি নম্বর ৪৬৭৬ তারিখ: ০২/০৮/২০২৩ থেকে ৫৪৫৩ তারিখ: ৩১/০৮/২০২৩।
  • ২৫/০৭/২৩ তারিখ অনুষ্ঠিত উপকমিটির ৬ষ্ঠ সভায় ৭১৩টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৭৮টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ৩৪৫৭, তারিখ: ০১/০৬/২০২৩ থেকে ডিজিটাল ডায়েরি নং ৪০৯১, তারিখ: ৩০/০৬/২০২৩ পর্যন্ত)
  •  উপকমিটির ৫ম  সভায় ৭০২টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৭১টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ২৭৪৯, তারিখ: ০১/০৫/২০২৩ থেকে ডিজিটাল ডায়েরি নং ৩৪৫৬, তারিখ: ৩১/০৫/২০২৩ পর্যন্ত)
  •  উপকমিটির ৪র্থ সভায় ৬২৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৮৩টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ২২০৬, তারিখ: ০১/০৪/২০২৩ থেকে ডিজিটাল ডায়েরি নং ২৭৪৮, তারিখ: ৩০/০৪/২০২৩ পর্যন্ত)
  •  উপকমিটির ৩য় সভায় ৭৩৮টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৬টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ১৪৯৪, তারিখ: ০১/০৩/২০২৩ থেকে ডিজিটাল ডায়েরি নং ২২০৫, তারিখ: ৩১/০৩/২০২৩ পর্যন্ত)
  • উপকমিটির ২য় সভায় ৭৪৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৪৮টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ৭৯৬, তারিখ: ০১/০২/২০২৩ থেকে ডিজিটাল ডায়েরি নং ১৪৯৩, তারিখ: ২৮/০২/২০২৩ পর্যন্ত)
  •  উপকমিটির ১ম সভায় ৭৯৪টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৬৫টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ১, তারিখ: ০১/০১/২০২৩ থেকে ডিজিটাল ডায়েরি নং ৭৯৫, তারিখ: ৩১/০১/২০২৩ পর্যন্ত)

                                            ২০২২

  • উপকমিটির ১২ম সভায় ৭২১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২০টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ৫৬৬৫, তারিখ: ০১/১২/২০২২ থেকে ডিজিটাল ডায়েরি নং ৬৪৭৭, তারিখ: ৩১/১২/২০২২ পর্যন্ত)
  • উপকমিটির ১১ম সভায় ৬৬৫টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৬৫টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ৫০০১, তারিখ: ০১/১১/২০২২ থেকে ডিজিটাল ডায়েরি নং ৫৬৬৪, তারিখ: ৩০/১১/২০২২ পর্যন্ত)।
  • উপকমিটির ১০ম সভায় ৫০৯টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৪৩টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ৪৪৫২, তারিখ: ০১/১০/২০২২ থেকে ডিজিটাল ডায়েরি নং ৫০০০, তারিখ: ৩১/১০/২০২২ পর্যন্ত)।
  • উপকমিটির ৫ম সভায় ৪০১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৪০টি সহ) অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ২০৮১, তারিখ: ০১/০৫/২০২২ থেকে ডিজিটাল ডায়েরি নং ২৪৮৬, তারিখ: ৩০/০৫/২০২২ পর্যন্ত)।
  • উপকমিটির ৪র্থ সভায় ৪৮১টি আবেদনের মধ্যে ৪৫৫টি আবেদন  অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ১৬০০, তারিখ: ০১/০৪/২০২২ থেকে ডিজিটাল ডায়েরি নং ২০৮০, তারিখ: ৩০/০৪/২০২২ পর্যন্ত)।
  • উপকমিটির ৩য় সভায় ৬০৪টি আবেদনের মধ্যে ৫৩২টি আবেদন  অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ১০১১, তারিখ: ০১/০৩/২০২২ থেকে ডিজিটাল ডায়েরি নং ১৫৯৯, তারিখ: ৩১/০৩/২০২২ পর্যন্ত)।
  • উপকমিটির ২য় সভায় ৪৫৯টি আবেদনের মধ্যে ৪২৫টি আবেদন  অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ৫৫২, তারিখ: ০১/০২/২০২২ থেকে ডিজিটাল ডায়েরি নং ১০১০, তারিখ: ২৮/০২/২০২২ পর্যন্ত)।
     
  • উপকমিটির ১ম সভায় ৫৫১টি আবেদনের মধ্যে ৫২০টি আবেদন  অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ০১, তারিখ: ০২/০১/২০২২ থেকে ডিজিটাল ডায়েরি নং ৫৫১, তারিখ: ৩১/০১/২০২২ পর্যন্ত)।

 

২০২১ 

  • উপকমিটির ১২তম সভায় ৬৬২টি আবেদনের মধ্যে ৫৯৪টি আবেদন  অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ৩৮২৭, তারিখ: ০১/১২/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ৪৪৮৮, তারিখ: ৩০/১২/২০২১ পর্যন্ত)।
     
  • উপকমিটির ১১তম সভায় ৪২২টি আবেদন (ডিজিটাল ডায়েরি নং ৩৩৬৬, তারিখ: ০১/১১/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ৩৮২৬, তারিখ: ৩০/১১/২০২১ পর্যন্ত)।
  • উপকমিটির ১০ম সভায় ৪০৪টি আবেদন অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ২৯২৫, তারিখ: ০৩/১০/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ৩৩৬৫, তারিখ: ৩১/১০/২০২১ পর্যন্ত)।
  • উপকমিটির ৯ম সভায়  ৪৪৮টি আবেদন  অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ২৪৩৮, তারিখ: ০১/০৯/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ২৯২৪, তারিখ: ৩০/০৯/২০২১ পর্যন্ত)
  • উপকমিটির ৮ম সভায়  ৩৬৫টি আবেদন অনুমোদিত হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ২০৬৮, তারিখ: ০৮/০৮/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ২৪৩৭, তারিখ: ৩১/০৮/২০২১ পর্যন্ত)।
  • উপকমিটির ৭ম সভায় ৪৭৪টি আবেদন অনুমোদিত হয়েছে  (ডিজিটাল ডায়েরি নং ১৫৭৯, তারিখ: ০১/০৬/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ২০৬৭, তারিখ: ৩০/০৬/২০২১ পর্যন্ত)।
  • উপকমিটির ৬ষ্ঠ সভায় ১৩৭ টি আবেদন অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ১৪৩৪, তারিখ: ০৯/০৫/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ১৫৭৮, তারিখ: ৩১/০৫/২০২১ পর্যন্ত)
  • উপকমিটির ৫ম সভায় উপস্থাপিত ১৩৭ টি অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ১২৮৬, তারিখ: ০১/০৪/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ১৪৩৩, তারিখ: ১৩/০৪/২০২১ পর্যন্ত)
  • উপকমিটির ৪র্থ সভায় ৪০২ টি আবেদন অনুমোদিত হয়েছে।  (ডিজিটাল ডায়েরি নং ৮৬৭, তারিখ: ০১/০৩/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ১২৮৫, তারিখ: ৩১/০৩/২০২১ পর্যন্ত)
  • উপকমিটির ৩য় সভায়  ৩৪৮ টি আবেদন অনুমোদিত হয়েছে (ডিজিটাল ডায়েরি নং ৫১০, তারিখ: ০১/০২/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ৮৬৬, তারিখ: ২৮/০২/২০২১ পর্যন্ত)
  • উপকমিটির  ২য় সভায় ৪৯০ টি আবেদন অনুমোদিত হয়েছে। (ডিজিটাল ডায়েরি নং ১, তারিখ: ০৩/০১/২০২১ থেকে ডিজিটাল ডায়েরি নং ৫০৯, তারিখ: ৩১/০১/২০২১ পর্যন্ত)
  • উপকমিটির ১ম সভায় ৫২৯ টি আবেদন অনুমোদিত হয়েছে  (ডিজিটাল ডায়েরি নং ২৯৬৪, তারিখ: ০১/১২/২০২০ থেকে ডিজিটাল ডায়েরি নং ৩৫১৪, তারিখ: ৩১/১২/২০২০ পর্যন্ত)
পরবর্তী সভার তালিকা তৈরির জন্য এন্ট্রির কাজ চলছে।

            যে সকল কারনে আবেদনের অনুকুলে সাহায্য মঞ্জুরি স্থগিত রাখা হয়:

  • আবেদনকারী পুরাতন (বাতিল) ফরমে আবেদন করলে;
  • আবেদন ফরমে সকল তথ্য প্রদান না করলে অর্থাৎ আবেদনপত্র অসম্পূর্ণ হলে;
  • আবেদন ফরমের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করার কথা সেগুলোর কোন একটি সংযুক্ত না করলে;
  • আবেদন ফরমে আবেদনকারীর বা কর্তৃপক্ষের স্বাক্ষর/সিল না থাকলে।

 

এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে কল্যাণ তথ্য ও সেবা কেন্দ্রে টেলিফোন করে জানতে পারবেন।
 মোবাইলঃ
০১৭২৭৮০৪০০৬