Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st অক্টোবর ২০২৪

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের ফলাফল

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহের হার্ড কপি পাওয়ার পর ডায়েরিভুক্ত করা, SMS এর মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়েরী নম্বর, তারিখ ও আবেদনে কোন ত্রুটি থাকলে তা জানিয়ে দেয়া এবং সফটওয়্যার হতে তালিকা মুদ্রন করা হয়। আবেদনসমূহ ২টি কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে চুড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

 

  • প্রথমত মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘যাচাই বাছাই কমিটি’’ কর্তৃক আবেদনসমূহ যাচাই বাছাই করে (স্থায়ী মেডিকেল বোর্ড কর্তৃক সুপারিশকৃত অর্থ প্রয়োজনে হ্রাস/বৃদ্ধি/অপরিবর্তীত রেখে) অর্থ সুপারিশ করা হয়।
  • দ্বিতীয়ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সভাপতিত্বে ‘‘ব্যবস্থাপনা কমিটি’’ কর্তৃক আবেদনসমূহ সর্বশেষ যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।

 

এমতাবস্থায় জেনে নিন আপনার আবেদন কি অবস্থায় আছে;

নিষ্পত্তিকৃত চলমান

                     ২০২৪                                     

  • ব্যবস্থাপনা কমিটির ১৬৫তম সভায় ১৩৫টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৪টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ২৪০০০১ হতে ২৪০১৭০)।

    ব্যবস্থাপনা কমিটির ১৬৪তম সভায় ১৩৪টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১৫৩ হতে ১৩১২)।

  • ব্যবস্থাপনা কমিটির ১৬৪তম সভায় ১৩৪টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১৫৩ হতে ১৩১২)
  • ব্যবস্থাপনা কমিটির ১৬৩তম সভায় ১২৮টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৪টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৯৯৪ হতে ১১৫২)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৬২তম সভায় ১৮২টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০২টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৭৭২ হতে ৯৯৩)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৬১তম সভায় ১৪৪টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৩টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৫৯৬ হতে ৭৬৯)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৬০তম সভায় ১৮১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০২টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৩৮০ হতে ৫৯৫)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৯তম সভায় ১৫৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৬টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ২০৭ হতে ৩৭৯)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৮তম সভায় ১৬৩টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১ হতে ২০৬)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৭তম সভায় ২০৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৯টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ২০৯৭ হতে ২৩২৫)।

   ২০২৩

  • ব্যবস্থাপনা কমিটির ১৫৬তম সভায় ১৯৭টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১০টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৮৫৪-২০৯৬)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৫তম সভায় ১৭৭টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৬৩৯-১৮৫৩)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৪তম সভায় ১৫০টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৬টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৪৬৭-১৬৩৮)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৩তম সভায় ১৬১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৭টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১২৫৪-১৪৬৬)
  • ব্যবস্থাপনা কমিটির ১৫২তম সভায় ১৭১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৪টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১০৮০-১২৫৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১৫১তম সভায় ১৪৪টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৩টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৯১৩-১০৭৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১৫০তম সভায় ১৯৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৪৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৭১৫-৯১২)
  • ব্যবস্থাপনা কমিটির ১8৯তম সভায় ১২৩টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২১টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৫৬৩ হতে ৭১৪ পর্যন্ত)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪৮তম সভায় ১৬১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২০টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৩৫৯-৫৬২)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪৭তম সভায় ১৩৫টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২১টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৯৫-৩৫৮)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪৬তম সভায় ১৬৩টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৯টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ০১-১৯৪)                                     

                                                 ২০২২

  • ব্যবস্থাপনা কমিটির ১৪৫তম সভায় ১৩৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৯৮৬-২১৯৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪৩তম সভায় ১৫৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৮টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৫৫৯-১৭৬৩)
  •  ব্যবস্থাপনা কমিটির ১৪২তম সভায় ১৪২টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৯টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৩৭১-১৫৫৮)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪১তম সভায় ১৫৮টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৭টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১৭৭-১৩৭০)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪০তম সভায় ১০১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৭টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১০৬১-১১৭৬)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৯তম সভায় ১৬০টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৮৫১-১০৬০)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৮তম সভায় ১১০টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২১টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৭১৩-৮৫০)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৭তম সভায় ১৩৪টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৮টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৫৫৫-৭১২)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৬তম সভায় ১৫৫টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৭টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৩৪৭-৫৫৪)
  •  ব্যবস্থাপনা কমিটির ১৩৫তম সভায় ১৩৯টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৪টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৫৮-৩৪৬)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৪তম সভায় ১৩০টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৯টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১-১৫৪)।
 

                               ২০২১  

  • ব্যবস্থাপনা কমিটির ১৩৩তম সভায় ২২৭টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৬৩০ থেকে ডায়েরি নং-১৮৫৭)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৩২তম সভায় ১৭০টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নম্বর ১৪৫৯ হতে ১৬২৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩১তম সভায় ১৬০টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১২৯৮-১৪৫৮)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩০তম সভায় ১৮০টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১১৭-১২৯৭)
  • ব্যবস্থাপনা কমিটির ১২৯তম সভায় ২২২টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৮৯৪-১১১৬)
  • ব্যবস্থাপনা কমিটির ১২৪তম সভায় ২২১টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৮৮৮-২১০৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১২৩তম সভায় ২২৯টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৬৫৪-১৮৮৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১২২তম সভায় ১৯৯টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৪৫৪-১৬৫৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১২১তম সভায় ৩০৩টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১৫০-১৪৫৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১২০তম সভায় ৩১৪টি আবেদন অনুমোদিত  (ডায়েরি নং ৮৩৫-১১৪৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১১৯তম সভায় ৩৪৭টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৪৮২-৮২৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১১৮তম সভায় আবেদন ২৪৯টি অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ২৩২-৪৮১)
  • ব্যবস্থাপনা কমিটির ১১৭তম সভায় ২৩১টি অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ০১-২৩১)       
পরবর্তী সভার তালিকা তৈরির কাজ চলছে।

 

এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে কল্যাণ তথ্য ও সেবা কেন্দ্রে টেলিফোন করে জানতে পারবেন।
 মোবাইলঃ 
০১৭২৭৮০৪০০৬