সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০১৯
জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের ফলাফল
জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের আবেদনসমূহ প্রাপ্তির সাথে সাথেই সফটওয়্যারে এন্ট্রির মাধ্যমে তালিকাভূক্ত করা হয় এবং BKKB এর পক্ষ থেকে আবেদনকারীর মোবাইলে SMS র মাধ্যমে ডিজিটাল ডায়েরী নম্বর ও তারিখ জানিয়ে দেয়া হয়। আবেদনসমূহ ৩টি কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে চুড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
- প্রথমত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর সভাপতিত্বে ‘‘স্থায়ী মেডিকেল বোর্ড ’’ কর্তৃক আবেদনসমূহ যাচাই বাছাই করে প্রাথমিকভাবে অর্থ সুপারিশ করা হয়।
- দ্বিতীয়ত মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘যাচাই বাছাই কমিটি’’ কর্তৃক পুনরায় আবেদনসমূহ যাচাই বাছাই করে (স্থায়ী মেডিকেল বোর্ড কর্তৃক সুপারিশকৃত অর্থ প্রয়োজনে হ্রাস/বৃদ্ধি/অপরিবর্তীত রেখে) অর্থ সুপারিশ করা হয়।
- তৃতীয়ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সভাপতিত্বে ‘‘ব্যবস্থাপনা কমিটি’’ কর্তৃক আবেদনসমূহ সর্বশেষ যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।
এমতাবস্থায় জেনে নিন আপনার আবেদন কি অবস্থায় আছে;
নিষ্পত্তিকৃত |
চলমান |
|
১১২ তম সভার তালিকা তৈরির কাজ চলছে। |
কি কারনে আবেদন স্থায়ী মেডিকেল বোর্ডে প্রেরণ করা হয় নাঃ
- আবেদনকারীর মোবাইল নম্বর না থাকলে;
- আবেদনকারীর কর্তৃপক্ষের টেলিফোন বা মোবাইল নম্বর কোনটাই না থাকলে;
- আবেদনকারী পুরাতন (বাতিল) ফরমে আবেদন করলে। নতুন ফরম বোর্ডের ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।
- আবেদনকারী ফরমের ১২ নং কলামে ইতিপূর্বে কোন টাকা পেয়েছেন কিনা তা সঠিকভাবে উল্লেখ না করলে;
- আবেদন ফরমের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করার কথা সেগুলোর কোন একটি সংযুক্ত না করলে;
- আবেদন ফরমে আবেদনকারীর বা কর্তৃপক্ষের স্বাক্ষর/সিল না থাকলে।
এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে কল্যাণ তথ্য ও সেবা কেন্দ্রে টেলিফোন করে জানতে পারবেন।
ফোনঃ ৯৩৫৮০৪৮, মোবাইলঃ ০১৮৫৬৬৮৭৭৭৩
মহাপরিচালক

জনাব সত্যব্রত সাহা ০৮ নভেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে মহাপরিচালক পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ সরকারের একজন সচিব এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ১৫তম মহাপরিচালক। বিস্তারিত......
কেন্দ্রীয় ই-সেবা
ওয়েব মেইল

ফেসবুক

জরুরি হটলাইন

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

সামাজিক যোগাযোগ