Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০২৪

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের ফলাফল

জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহের হার্ড কপি পাওয়ার পর ডায়েরিভুক্ত করা, SMS এর মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়েরী নম্বর, তারিখ ও আবেদনে কোন ত্রুটি থাকলে তা জানিয়ে দেয়া এবং সফটওয়্যার হতে তালিকা মুদ্রন করা হয়। আবেদনসমূহ ২টি কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে চুড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।

 

  • প্রথমত মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘যাচাই বাছাই কমিটি’’ কর্তৃক আবেদনসমূহ যাচাই বাছাই করে (স্থায়ী মেডিকেল বোর্ড কর্তৃক সুপারিশকৃত অর্থ প্রয়োজনে হ্রাস/বৃদ্ধি/অপরিবর্তীত রেখে) অর্থ সুপারিশ করা হয়।
  • দ্বিতীয়ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সভাপতিত্বে ‘‘ব্যবস্থাপনা কমিটি’’ কর্তৃক আবেদনসমূহ সর্বশেষ যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।

 

এমতাবস্থায় জেনে নিন আপনার আবেদন কি অবস্থায় আছে;

নিষ্পত্তিকৃত চলমান

                     ২০২৪                                     

  • ব্যবস্থাপনা কমিটির ১৬৬তম সভায় ১৮৮টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১১টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ২৪০১৭১ হতে ২৪০৩৮৫)।
    ব্যবস্থাপনা কমিটির ১৬৫তম সভায় ১৩৫টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৪টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ২৪০০০১ হতে ২৪০১৭০)।

    ব্যবস্থাপনা কমিটির ১৬৪তম সভায় ১৩৪টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১৫৩ হতে ১৩১২)।

  • ব্যবস্থাপনা কমিটির ১৬৪তম সভায় ১৩৪টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১৫৩ হতে ১৩১২)
  • ব্যবস্থাপনা কমিটির ১৬৩তম সভায় ১২৮টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৪টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৯৯৪ হতে ১১৫২)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৬২তম সভায় ১৮২টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০২টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৭৭২ হতে ৯৯৩)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৬১তম সভায় ১৪৪টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৩টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৫৯৬ হতে ৭৬৯)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৬০তম সভায় ১৮১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০২টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৩৮০ হতে ৫৯৫)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৯তম সভায় ১৫৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৬টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ২০৭ হতে ৩৭৯)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৮তম সভায় ১৬৩টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ০৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১ হতে ২০৬)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৭তম সভায় ২০৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৯টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ২০৯৭ হতে ২৩২৫)।

   ২০২৩

  • ব্যবস্থাপনা কমিটির ১৫৬তম সভায় ১৯৭টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১০টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৮৫৪-২০৯৬)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৫তম সভায় ১৭৭টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৬৩৯-১৮৫৩)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৪তম সভায় ১৫০টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৬টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৪৬৭-১৬৩৮)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৫৩তম সভায় ১৬১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৭টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১২৫৪-১৪৬৬)
  • ব্যবস্থাপনা কমিটির ১৫২তম সভায় ১৭১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৪টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১০৮০-১২৫৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১৫১তম সভায় ১৪৪টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৩টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৯১৩-১০৭৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১৫০তম সভায় ১৯৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৪৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৭১৫-৯১২)
  • ব্যবস্থাপনা কমিটির ১8৯তম সভায় ১২৩টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২১টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৫৬৩ হতে ৭১৪ পর্যন্ত)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪৮তম সভায় ১৬১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২০টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৩৫৯-৫৬২)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪৭তম সভায় ১৩৫টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২১টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৯৫-৩৫৮)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪৬তম সভায় ১৬৩টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৯টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ০১-১৯৪)                                     

                                                 ২০২২

  • ব্যবস্থাপনা কমিটির ১৪৫তম সভায় ১৩৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৯৮৬-২১৯৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪৩তম সভায় ১৫৬টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ১৮টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৫৫৯-১৭৬৩)
  •  ব্যবস্থাপনা কমিটির ১৪২তম সভায় ১৪২টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৯টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৩৭১-১৫৫৮)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪১তম সভায় ১৫৮টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৭টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১৭৭-১৩৭০)
  • ব্যবস্থাপনা কমিটির ১৪০তম সভায় ১০১টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৭টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১০৬১-১১৭৬)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৯তম সভায় ১৬০টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৫টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৮৫১-১০৬০)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৮তম সভায় ১১০টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২১টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৭১৩-৮৫০)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৭তম সভায় ১৩৪টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৮টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৫৫৫-৭১২)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৬তম সভায় ১৫৫টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৭টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৩৪৭-৫৫৪)
  •  ব্যবস্থাপনা কমিটির ১৩৫তম সভায় ১৩৯টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ৩৪টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৫৮-৩৪৬)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৩৪তম সভায় ১৩০টি আবেদন (পূর্বের আপত্তির জবাবপ্রাপ্ত ২৯টিসহ) অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১-১৫৪)।
 

                               ২০২১  

  • ব্যবস্থাপনা কমিটির ১৩৩তম সভায় ২২৭টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৬৩০ থেকে ডায়েরি নং-১৮৫৭)।
  • ব্যবস্থাপনা কমিটির ১৩২তম সভায় ১৭০টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নম্বর ১৪৫৯ হতে ১৬২৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩১তম সভায় ১৬০টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১২৯৮-১৪৫৮)
  • ব্যবস্থাপনা কমিটির ১৩০তম সভায় ১৮০টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১১৭-১২৯৭)
  • ব্যবস্থাপনা কমিটির ১২৯তম সভায় ২২২টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৮৯৪-১১১৬)
  • ব্যবস্থাপনা কমিটির ১২৪তম সভায় ২২১টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৮৮৮-২১০৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১২৩তম সভায় ২২৯টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৬৫৪-১৮৮৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১২২তম সভায় ১৯৯টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১৪৫৪-১৬৫৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১২১তম সভায় ৩০৩টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ১১৫০-১৪৫৩)
  • ব্যবস্থাপনা কমিটির ১২০তম সভায় ৩১৪টি আবেদন অনুমোদিত  (ডায়েরি নং ৮৩৫-১১৪৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১১৯তম সভায় ৩৪৭টি আবেদন অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ৪৮২-৮২৯)
  • ব্যবস্থাপনা কমিটির ১১৮তম সভায় আবেদন ২৪৯টি অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ২৩২-৪৮১)
  • ব্যবস্থাপনা কমিটির ১১৭তম সভায় ২৩১টি অনুমোদিত হয়েছে (ডায়েরি নং ০১-২৩১)       
পরবর্তী সভার তালিকা তৈরির কাজ চলছে।

 

এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে কল্যাণ তথ্য ও সেবা কেন্দ্রে টেলিফোন করে জানতে পারবেন।
 মোবাইলঃ 
০১৭২৭৮০৪০০৬