Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০২৫

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

   বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

 

বিষয়ঃ ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।

 

ক্রমিক নং

ইতঃপূর্বে উদ্ভাবিত/ সহজিকৃত/ ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম (তারিখসহ)

সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা/আইডিয়াটি কার্যকর কি-না/কার্যকর না থাকলে কারণ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত সেবা পাচ্ছে কি-না

সেবার লিংক

সেবা/আইডিয়াটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণকারী

বাস্তবায়ন

কাল

(অর্থবছর)
১.

কর্মরত সরকারি কর্মচারীর জটিল ও ব্যয়বহুল রোগে চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন

তারিখঃ

০২/০৫/২০২৪

কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারির নিজের দেশে/বিদেশে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় চাকরি জীবনে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২ (দুই) লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

সেবাগ্রহীতাগণ জটিল চিকিৎসা অনুদানের নির্ধারিত সফটওয়্যারের  মাধ্যমে  আবেদন দাখিল করতে পারবে এবং আবেদন  প্রাপ্তির পর আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়রি নম্বর ও তারিখ জানানো এবং আবেদনে কোন ত্রুটি থাকলে তাও জানিয়ে দেয়া হয়। আবেদন করার পরে চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্রের হার্ডকপি অফিসে পাঠাতে হবে ।

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

অনলাইন সফটওয়্যার  লিংক:

https://eservice.bkkb.gov.bd/complex/login
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড  ২০২৩-২৪
২.

সাধারণ চিকিৎসা অনুদান।

তারিখঃ ০১/০১/২৫
 প্রধান কার্যালয়সহ ৮টি বিভাগীয় কার্যালয়ের  সেবাগ্রহীতাগণ সাধারণ চিকিৎসা অনুদানের নির্ধারিত সফটওয়্যারের  মাধ্যমে  আবেদন দাখিল করতে পারবে এবং আবেদন  প্রাপ্তির পর আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়রি নম্বর ও তারিখ জানানো এবং আবেদনে কোন ত্রুটি থাকলে তাও জানিয়ে দেয়া হয়; সেবাটির (ঢাকা মহানগরসহ ৮টি বিভাগে) কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

অনলাইন সফটওয়্যার  লিংক:

https://eservice.bkkb.gov.bd/general/l
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ২০২৪-২৫

৩.

কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য পরিবহণ সুবিধা ই-টিকেটিং

তারিখঃ

১০/০৫/২০২৩

স্টাফ বাস সেবার আবেদন অনলাইনে লিংকের মাধ্যমে দাখিল করতে হয়। আবেদন দাখিলের পর  আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে আবেদনের ডায়রি নম্বর ও তারিখ জানানো হয়।  আবেদন অনুমোদনের পর ভাড়া পরিশোধের অপশন পাওয়া যাবে এবং নগদ অ্যাপের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে হয়। প্রতিটি পর্যায়ে ক্ষুদেবার্তার মাধ্যমে অবহিত করা হয়;

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

 

অনলাইন সফটওয়্যার  লিংক:

http://eservice.bkkb.gov.bd/eticketing/

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

২০২৩-২৪

৪.

বিমানবন্দরের  ভিআইপি লাউঞ্জ ব্যবহারের জন্য অনলাইন আবেদন ফরম

তারিখঃ ১৮/১২/২২

 

ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রধিকারপ্রাপ্ত পিআরএল ভোগরত কর্মকর্তাবৃন্দ কেবল এ সেবার আওতাভূক্ত হবেন।

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

 

Google ফরম লিংক:

https://forms.gle/PR1N2iP4AzhKAEtKA

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

২০২২-২৩

৫.

সার্কিট হাউজের কক্ষ ব্যবহারের জন্য আবেদন ফরম

তারিখঃ

১৮/১২/২২

সার্কিট হাউজ/ রেস্ট হাউজ ব্যবহারের প্রধিকারপ্রাপ্ত পিআরএল ভোগরত/ অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ কেবল এ সেবার আওতাভুক্ত হবেন।

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

 

Google ফরম লিংক:

https://forms.gle/P1zMS12HbRWFtfWz6

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

২০২২-২৩

৬.

সাধারণ চিকিৎসা অনুদানের ফরম সহজিকরণ

তারিখঃ

১৩/১১/২২

পিআরএল ভোগরত/ অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীবৃন্দকে অফিস প্রধানের নিকট থেকে ফরওয়ার্ডিং এর প্রয়োজন নেই শুধুমাত্র পিআরএল/অবসর এর অফিস আদেশ প্রমানক হিসেবে সংযুক্ত করতে হবে

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

 

ফরম লিংক: https://bkkb.gov.bd/site/forms/a08e186e-c393-4c14-8fed-f0d0345540d6/-

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

২০২২-২৩

৭.

কল্যাণ, যৌথবীমা ও দাফন/ অন্ত্যেষ্টিক্রিয়ার

তারিখঃ ০১/১১/২০২০

কোন কর্মচারী কর্মরত/অবসরপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করলে তাঁর পরিবার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে কল্যাণ অনুদান, যৌথবীমার এককালীন অনুদান ও দাফন অনুদান (কর্মরত ও অবসরপ্রাপ্ত অবস্থায় মৃত্যুজনিত) পেয়ে থাকেন। বর্ণিত ৪টি সেবাকে একীভুত করে ১টি ফরমে একই কাগজপত্র দিয়ে আবেদন গ্রহণ এবং একসাথে অনুমোদন প্রদানের অনলাইন ব্যবস্থাপনা চালু করা হয়।

 

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

 

অনলাইন সফটওয়্যার  লিংক:

http://sss.bkkb.gov.bd/ 

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

২০২০-২১

৮.

১৩-২০ গ্রেডের কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি

তারিখঃ

২০১৭-২০১৮ অর্থবছর

সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারির সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য বোর্ডের কল্যাণ তহবিল থেকে অনধিক দু’সন্তানকে নবম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে (মাষ্টার্স/ইঞ্জিনিয়ারিং/মেডিকেলে) অধ্যয়নের জন্য বছরে একবার নির্দিষ্ট হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

 

অনলাইন সফটওয়্যার  লিংক:

http://eservice.bkkb.gov.bd/  

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

২০১৭-২০১৮