ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড
বিষয়ঃ ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবার ডাটাবেজ।
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
ক্রমিক নং |
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম (তারিখসহ) |
সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ |
সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ |
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না |
সেবার লিংক |
সেবা/আইডিয়াটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণকারী |
বাস্তবায়ন কাল (অর্থবছর) |
১. |
কর্মরত সরকারি কর্মচারীর জটিল ও ব্যয়বহুল রোগে চিকিৎসা অনুদানের অনলাইন আবেদন তারিখঃ ০২/০৫/২০২৪ |
কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারির নিজের দেশে/বিদেশে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় চাকরি জীবনে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২ (দুই) লাখ টাকা অনুদান প্রদান করা হয়। সেবাগ্রহীতাগণ জটিল চিকিৎসা অনুদানের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে আবেদন দাখিল করতে পারবে এবং আবেদন প্রাপ্তির পর আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়রি নম্বর ও তারিখ জানানো এবং আবেদনে কোন ত্রুটি থাকলে তাও জানিয়ে দেয়া হয়। আবেদন করার পরে চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্রের হার্ডকপি অফিসে পাঠাতে হবে । |
সেবাটি কার্যকর |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে |
অনলাইন সফটওয়্যার লিংক: https://eservice.bkkb.gov.bd/complex/login |
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড | ২০২৩-২৪ |
২. |
সাধারণ চিকিৎসা অনুদান। (ঢাকা মহানগরে পাইলটিং প্রক্রিয়া চলমান) তারিখঃ ০১/০৬/২৪ |
শুধুমাত্র পাইলটিং পর্যায়ে প্রধান কার্যালয়ে সেবাগ্রহীতাগণ সাধারণ চিকিৎসা অনুদানের নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে আবেদন দাখিল করতে পারবে এবং আবেদন প্রাপ্তির পর আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে আবেদনের ডিজিটাল ডায়রি নম্বর ও তারিখ জানানো এবং আবেদনে কোন ত্রুটি থাকলে তাও জানিয়ে দেয়া হয়; | সেবাটির প্রধান কার্যালয়ে(ঢাকা মহানগর) পাইলটিং প্রক্রিয়া চলছে |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে |
অনলাইন সফটওয়্যার লিংক: https://eservice.bkkb.gov.bd/general/l |
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড | ২০২৩-২৪ |
৩. |
কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য পরিবহণ সুবিধা ই-টিকেটিং তারিখঃ ১০/০৫/২০২৩ |
স্টাফ বাস সেবার আবেদন অনলাইনে লিংকের মাধ্যমে দাখিল করতে হয়। আবেদন দাখিলের পর আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে আবেদনের ডায়রি নম্বর ও তারিখ জানানো হয়। আবেদন অনুমোদনের পর ভাড়া পরিশোধের অপশন পাওয়া যাবে এবং নগদ অ্যাপের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে হয়। প্রতিটি পর্যায়ে ক্ষুদেবার্তার মাধ্যমে অবহিত করা হয়; |
সেবাটি কার্যকর |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
অনলাইন সফটওয়্যার লিংক: |
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড |
২০২৩-২৪ |
৪. |
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের জন্য অনলাইন আবেদন ফরম তারিখঃ ১৮/১২/২২
|
ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রধিকারপ্রাপ্ত পিআরএল ভোগরত কর্মকর্তাবৃন্দ কেবল এ সেবার আওতাভূক্ত হবেন। |
সেবাটি কার্যকর |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
Google ফরম লিংক: |
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড |
২০২২-২৩ |
৫. |
সার্কিট হাউজের কক্ষ ব্যবহারের জন্য আবেদন ফরম তারিখঃ ১৮/১২/২২ |
সার্কিট হাউজ/ রেস্ট হাউজ ব্যবহারের প্রধিকারপ্রাপ্ত পিআরএল ভোগরত/ অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ কেবল এ সেবার আওতাভুক্ত হবেন। |
সেবাটি কার্যকর |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
Google ফরম লিংক: |
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড |
২০২২-২৩ |
৬. |
সাধারণ চিকিৎসা অনুদানের ফরম সহজিকরণ তারিখঃ ১৩/১১/২২ |
পিআরএল ভোগরত/ অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীবৃন্দকে অফিস প্রধানের নিকট থেকে ফরওয়ার্ডিং এর প্রয়োজন নেই শুধুমাত্র পিআরএল/অবসর এর অফিস আদেশ প্রমানক হিসেবে সংযুক্ত করতে হবে |
সেবাটি কার্যকর |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
ফরম লিংক: https://bkkb.gov.bd/site/forms/a08e186e-c393-4c14-8fed-f0d0345540d6/- |
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড |
২০২২-২৩ |
৭. |
কল্যাণ, যৌথবীমা ও দাফন/ অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখঃ ০১/১১/২০২০ |
কোন কর্মচারী কর্মরত/অবসরপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করলে তাঁর পরিবার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে কল্যাণ অনুদান, যৌথবীমার এককালীন অনুদান ও দাফন অনুদান (কর্মরত ও অবসরপ্রাপ্ত অবস্থায় মৃত্যুজনিত) পেয়ে থাকেন। বর্ণিত ৪টি সেবাকে একীভুত করে ১টি ফরমে একই কাগজপত্র দিয়ে আবেদন গ্রহণ এবং একসাথে অনুমোদন প্রদানের অনলাইন ব্যবস্থাপনা চালু করা হয়।
|
সেবাটি কার্যকর |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
অনলাইন সফটওয়্যার লিংক: |
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড |
২০২০-২১ |
৮. |
১৩-২০ গ্রেডের কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি তারিখঃ ২০১৭-২০১৮ অর্থবছর |
সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারির সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য বোর্ডের কল্যাণ তহবিল থেকে অনধিক দু’সন্তানকে নবম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে (মাষ্টার্স/ইঞ্জিনিয়ারিং/মেডিকেলে) অধ্যয়নের জন্য বছরে একবার নির্দিষ্ট হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় |
সেবাটি কার্যকর |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
অনলাইন সফটওয়্যার লিংক: |
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড |
২০১৭-২০১৮ |
৯. |
সরকারি ও বোর্ডের এখতিয়ারভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারী এবং কর্মচারীর পরিবারের সদস্যগণের জন্য সাধারণ চিকিৎসা অনুদান তারিখঃ ২০১৫ |
সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত, অক্ষম, অবসরপ্রাপ্ত, মৃত কর্মকর্তা কর্মচারির নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা সাহায্য হিসেবে ৪ মাসের মূল বেতনের সমপরিমাণ সর্বোচ্চ টাঃ ৪০,০০০/- প্রদানের বিধান আছে। কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন।
|
সেবাটি কার্যকর |
হ্যাঁ সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
কাস্টমাইজ সফটওয়্যার লিংক:
|
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড |
২০১৫-১৬ |