জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদানের আবেদনসমূহ প্রাপ্তির সাথে সাথেই সফটওয়্যারে এন্ট্রির মাধ্যমে তালিকাভূক্ত করা হয় এবং BKKB এর পক্ষ থেকে আবেদনকারীর মোবাইলে SMS র মাধ্যমে ডিজিটাল ডায়েরী নম্বর ও তারিখ জানিয়ে দেয়া হয়। আবেদনসমূহ ৩টি কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে চুড়ান্ত অনুমোদন প্রদান করা হয়।
প্রথমত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর সভাপতিত্বে ‘‘স্থায়ী মেডিকেল বোর্ড ’’ কর্তৃক আবেদনসমূহ যাচাই বাছাই করে প্রাথমিকভাবে অর্থ সুপারিশ করা হয়।
দ্বিতীয়ত মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এর সভাপতিত্বে ‘‘যাচাই বাছাই কমিটি’’ কর্তৃক পুনরায় আবেদনসমূহ যাচাই বাছাই করে (স্থায়ী মেডিকেল বোর্ড কর্তৃক সুপারিশকৃত অর্থ প্রয়োজনে হ্রাস/বৃদ্ধি/অপরিবর্তীত রেখে) অর্থ সুপারিশ করা হয়।
তৃতীয়ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এর সভাপতিত্বে ‘‘ব্যবস্থাপনা কমিটি’’ কর্তৃক আবেদনসমূহ সর্বশেষ যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেয়া হয়।
এমতাবস্থায় জেনে নিন আপনার আবেদন কি অবস্থায় আছে;
নিষ্পত্তিকৃত
চলমান
ব্যবস্থাপনা কমিটির ১১০তম সভায় পূর্বের ১৬টিসহ মোট ১৩৭টি আবেদন ৩১/০৭/২০১৯ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্রিজুকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ৯৬৫ তারিখঃ ১১/০৬/১৯ থেকে ডিজিটাল ডায়েরি নং ১১৩৩ তারিখঃ ৩০/০৬/১৯ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০৯তম সভায় পূর্বের ১৯টিসহ মোট ১৮০টি আবেদন ২৭/০৬/২০১৯ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ৭৪৮ তারিখঃ ০৫/০৫/১৯ থেকে ডিজিটাল ডায়েরি নং ৯৬৪ তারিখঃ ২৯/০৫/১৯ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০৮তম সভায় পূর্বের ১৯টিসহ মোট ১৬৬টি আবেদন ২৮/০৫/২০১৯ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ৫৫৪ তারিখঃ ০১/০৪/১৯ থেকে ডিজিটাল ডায়েরি নং ৭৪৬ তারিখঃ ৩০/০৪/১৯ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০৭তম সভায় পূর্বের ১৩টিসহ মোট ১৬৮টি আবেদন ৩০/০৪/২০১৯ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ৩৬১ তারিখঃ ০৪/০৩/১৯ থেকে ডিজিটাল ডায়েরি নং ৫৫৩ তারিখঃ ৩১/০৩/১৯ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০৬তম সভায় পূর্বের ১১টিসহ মোট ১৩৬টি আবেদন ২৭/০৩/২০১৯ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ১৯৬ তারিখঃ ০৪/০২/১৯ থেকে ডিজিটাল ডায়েরি নং ৩৬০ তারিখঃ ২৭/০২/১৯ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০৫তম সভায় পূর্বের ২০টিসহ মোট ১৬২টি আবেদন ২৬/০২/২০১৯ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছেএবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ০১ তারিখঃ ০৩/০১/১৯ থেকে ডিজিটাল ডায়েরি নং ১৯১ তারিখঃ ৩১/০১/১৯ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০৪তম সভায় পূর্বের ১১টিসহ মোট ১৪৪টি আবেদন ৩০/০১/২০১৯ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ১৬৭৫ তারিখঃ ০৩/১২/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ১৮৪৯ তারিখঃ ৩১/১২/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০৩তম সভায় পূর্বের ১৮টিসহ মোট ১৬১টি আবেদন ২৭/১২/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ১৪৯১ তারিখঃ ০৫/১১/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ১৬৭৪ তারিখঃ ২৯/১১/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০২তম সভায় পূর্বের ২৩টিসহ মোট ১৭০টি আবেদন ২৯/১১/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ১২৯৭ তারিখঃ ০২/১০/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ১৪৯০ তারিখঃ ৩১/১০/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০১তম সভায় পূর্বের ১৯টিসহ মোট ১২৯টি আবেদন ৩০/১০/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ১১৫১ তারিখঃ ০৪/০৯/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ১২৯৪ তারিখঃ ৩০/০৯/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ১০০তম সভায় পূর্বের ১২টিসহ মোট ১১৭টি আবেদন ৩০/০৯/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ১০১৩ তারিখঃ ০২/০৮/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ১১৫০ তারিখঃ ৩০/০৮/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯৯তম সভায় পূর্বের ২০টিসহ মোট ১১৪টি আবেদন ০৯/০৯/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ৮৮৪ তারিখঃ ০৩/০৭/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ১০১২ তারিখঃ ৩১/০৭/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯৮তম সভায় পূর্বের ১২টিসহ মোট ১২৮টি আবেদন ৩১/০৭/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ৭১৪ তারিখঃ ০৪/০৬/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ৮৮৩ তারিখঃ ২৮/০৬/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯৭তম সভায় পূর্বের ২৪টিসহ মোট ১৩৬টি আবেদন ২৮/০৬/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ৫৫২ তারিখঃ ০৩/০৫/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ৭১৩ তারিখঃ ৩০/০৫/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯৬তম সভায় পূর্বের ২১টিসহ মোট ১৩১টি আবেদন ০৫/০৬/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ৩৯৭ তারিখঃ ০৩/০৪/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ৫৫১ তারিখঃ ৩০/০৪/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯৫তম সভায় পূর্বের ২৩টিসহ মোট ১২১টি আবেদন ১৮/০৪/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ২৫৩ তারিখঃ ০৫/০৩/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ৩৯৬ তারিখঃ ২৯/০৩/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯৪তম সভায় পূর্বের ২৫টিসহ মোট ১১৯টি আবেদন ২৭/০৩/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ১২৩ তারিখঃ ০৭/০২/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ২৫২ তারিখঃ ২৮/০২/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯৩তম সভায় পূর্বের ২৯টিসহ মোট ৯৮টি আবেদন ২৮/০২/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ১ তারিখঃ ০২/০১/১৮ থেকে ডিজিটাল ডায়েরি নং ১২২ তারিখঃ ৩১/০১/১৮ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯২তম সভায় পূর্বের ১৫টিসহ মোট ১১২টি আবেদন ২৮/০১/২০১৮ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।(ডিজিটাল ডায়েরি নং ১২৬১ তারিখঃ ০৩/১২/১৭ থেকে ডিজিটাল ডায়েরি নং ১৪৩২ তারিখঃ ৩১/১২/১৭ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯১তম সভায় পূর্বের ৩৫টিসহ মোট ১৪৬টি আবেদন ২৬/১২/২০১৭ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। (ডিজিটাল ডায়েরি নং ১১১১ তারিখঃ ০২/১১/১৭ থেকে ডিজিটাল ডায়েরি নং ১২৬০ তারিখঃ ৩০/১১/১৭ পর্যন্ত)।
ব্যবস্থাপনা কমিটির ৯০তম সভায় পূর্বের ২৭টিসহ মোট ১৩৫টি আবেদন ২৯/১১/২০১৭ খ্রি. তারিখে চুড়ান্ত অনুমোদিত হয়েছে এবং মঞ্জুরিকৃত অর্থ EFT এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। (ডিজিটাল ডায়েরি নং ৯৭০ তারিখঃ ০৩/১০/১৭ থেকে ডিজিটাল ডায়েরি নং ১১০৭ তারিখঃ ৩১/১০/১৭ পর্যন্ত)।
আবেদনকারী ফরমের ১২ নং কলামে ইতিপূর্বে কোন টাকা পেয়েছেন কিনা তা সঠিকভাবে উল্লেখ না করলে;
আবেদন ফরমের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করার কথা সেগুলোর কোন একটি সংযুক্ত না করলে;
আবেদন ফরমে আবেদনকারীর বা কর্তৃপক্ষের স্বাক্ষর/সিল না থাকলে।
এ বিষয়ে আপনার আরও কোন তথ্য জানার প্রয়োজন হলে কল্যাণ তথ্য ও সেবা কেন্দ্রে টেলিফোন করে জানতে পারবেন। ফোনঃ ৯৩৫৮০৪৮, মোবাইলঃ ০১৮৫৬৬৮৭৭৭৩
Share with :
মহাপরিচালক
জনাব সত্যব্রত সাহা ০৮ নভেম্বর ২০১৮ তারিখে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে মহাপরিচালক পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ সরকারের একজন সচিব এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ১৫তম মহাপরিচালক।বিস্তারিত......